রংপুরে এসআই পদে মাঠ পরীক্ষা দিতে গিয়ে হিট স্ট্রোকে পরীক্ষার্থীর মৃত্যু

রংপুরে পুলিশের উপপরিদর্শক(এসআই) পদে মাঠ পরীক্ষা দিতে গিয়ে প্রচণ্ড তাপ প্রবাহে স্ট্রোক করে ফারিজুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু্র ঘটনা ঘটেছে। বুধবার (০৭জুন) দুপুরে রংপুর জেলা স্টেডিয়ামে মাঠ পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাত ৯টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফারিজুল ইসলামের। ফারিজুল মিঠাপুকুরের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারি ইউনিয়নে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু মারুফ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআই নিয়োগের মাঠ পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে যায় ফারিজুল। সঙ্গে সঙ্গেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে নেয়া হয়। পরে রাত নয়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি আরও বলেন, শেষবার ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে রাখা আছে। ময়না তদন্তের পর বোঝা যাবে আসলে কি কারণে মারা গেছেন। তবে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ফারিদুলের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক তার মৃত্যু সনদে উল্লেখ করেছেন বলে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।

 

মর্নিংনিউজ/বিআই/এসইউ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *