লকডাউনের প্রথম দিনে রাস্তায় উৎসুক জনতা, আটক ৫ শতাধিক

লকডাউনের প্রথম দিন
লকডাউনের প্রথম দিন
অকারণে রাস্তায় বেরিয়ে ভিড় জমিয়েছে উৎসুক জনতা (ছবিঃ সংগৃহিত)

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে চলমান সাতদিনের কঠোর লকডাউন। লকডাউনের প্রথম দিনে উৎসুক জনতা বিধি-নিষেধ ভঙ্গ করে ঘরের বাইরে বের হওয়ার অপরাধে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ শতাধিক মানুষকে আটক করা হয়েছে।

লকডাউনের প্রথমদিন কেমন যাচ্ছে, তা দেখতে অকারণে বাইরে বের হওয়ায় তাদের আটক করা হয়েছে। লকডাউনের প্রথম দিনে দুপুর পর্যন্ত আটকের এ পরিমাণ জানান ডিএমপির বিভাগগুলোর দায়িত্বপ্রাপ্তরা।

এর মধ্যে তেজগাঁওয়ে ১৬৭, মিরপুরে শতাধিক, উত্তরায় ৪১ ; সাজা ৭, রমনা ৭, লালবাগ ৩৭, ওয়ারী ২০ ; সাজা ১৪ জন।

ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, যারা বাইরে বের হচ্ছেন তাদের সচেতন করতে সকাল থেকে আমরা বিভিন্ন এলাকায় সক্রিয় আছি। আমাদের মোবাইল কোর্টের কার্যক্রমও চলছে। যারা যথাযথ কারণ দেখাতে পারছে না তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *