শার্শায় এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যশোরের শার্শায় নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৯জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে র‍্যালি, কেক কাঁটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি সেলিম আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সভাপতি ইয়ানুর রহমান, নাভারণ প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান, বন্ধন প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন। শার্শা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম রেজা, বাগআঁচড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফুজ্জামান আরিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুর রহমান, ইনডিপেনডেন্ট(independent)  টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি আব্দুর রহিম, প্রতিদিনের কথা পত্রিকার সিনিয়র প্রতিনিধি আনিসুর রহমান, যায়যায়দিন পত্রিকার বেনাপোল প্রতিনিধি আশরাফ আলী, চ্যানেল এস টিভির সিনিয়র প্রতিনিধি ইসমাইল হোসেন, নাগরিক টিভির বেনাপোল প্রতিনিধি ওসমান গণি, দৈনিক যশোর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও বাগআঁচড়া প্রেসক্লাবের সহ সভাপতি শহিদুল ইসলাম, গ্রামের কন্ঠের মফস্বল সম্পাদক জাহিদ হোসেন, চ্যানেল এস এর বেনাপোল প্রতিনিধি জসিম উদ্দিন, গ্লোবাল টিভির বেনাপোল প্রতিনিধি রাসেল হোসেন, যায়যায়দিন পত্রিকার শার্শা প্রতিনিধি আশরাফুল ইসলাম, যুগান্তর পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি মহাসিন কবির, সকালের সময় বেনাপোল প্রতিনিধি সুমন হাসান, বেনাপোল টিভির সম্পাদক শাহাবুদ্দিন, বাংলাদেশ বুলেটিনে শার্শা প্রতিনিধি রবিউল ইসলাম, বাংলাদেশ সমাচার বেনাপোল প্রতিনিধি ইকরামুল ইসলাম, নওয়াপাড়া পত্রিকার শার্শা প্রতিনিধি মেহেদী হাসান, গ্রামের কন্ঠের বাগআঁচড়া প্রতিনিধি নাজিম উদ্দিন জনি, যশোর বার্তার সোহাগ হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ, বিল্লাল হোসেনও আব্দুল জব্বার কারিমীসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *