শিবচরে ভ্রাম্যামান আদালতের অভিযানে ৫ টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সীলগালা

মাদারীপুরের শিবচরে ভ্রাম্যামান আদালতের অভিযানে ৫টি ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার সীলগালা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনিবন্ধিত এসকল ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সীলগালা করেন সহকারী কমিশনার মোঃ রিয়াজুর রহমান।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিনা আক্তার জানান, সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে শিবচর উপজেলার পাচ্চর এলাকার মেডিকেয়ার ডায়াগনষ্টিক সেন্টার, শাহ্ নেসার(রহঃ) হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, শিবচর সদরের কলেজ রোড এলাকার শিবচর হেলথ কেয়ার লিঃ সীলগালা করে বন্ধ করে দিয়েছে ভ্রামান আদালত। শিবচর উপজেলা সহকারী কমিশনার মো. রিয়াজুর রহমান ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় শিবচর উপজেলা সেনিটারী ইন্সপেক্টর ফজলুল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৫শে জানুয়ারী দত্তপাড়ার সূর্যনগর বাজারের সূর্যনগর আল-মদিনা ডায়াগনষ্টিক সেন্টার, সূর্য নগর খিদমা  ডায়াগনষ্টিক সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরের কোন লাইসেন্স নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *