শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

 

শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯অক্টোবর) সকাল ১০টার সময় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালে’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা ইসলাম।

এসময় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম আকিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন হুসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউছুফ আলী শার্শা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল,মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল শার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির উদ্দিন আহাম্মেদ তোতা, পুটখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফফার সরদার, বাগআঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল খালেক, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল হোসেন, লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আনোয়ারা বেগমসহ প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

মর্নিংনিউজ/বিআই/এআর

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *