সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকী

ময়মনসিংহের গৌরীপুরের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার(৮আগস্ট) স্মরণ সভা, কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাছার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সহনাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহিদাস আচার্য্য। সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাজিম উদ্দিন আহমেদ এমপি।

প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকারের ভাতিজা ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মতিউর রহমান মুখ্য আলোচক হিসেবে তার চাচার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন কাদের রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুল মুন্নাফ, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: সিরাজুল ইসলাম সরকার, সহনাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা আবুল কাসেম সরকার, পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক, সহনাটী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল কবীর শাহীন, মাওহা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছুর রহমান আনজু, সহনাটী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক শামীম খান, সহনাটী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাপস আচার্য্য, সাধারণ সম্পাদক মো. হিমেল মিয়া, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. খায়রুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান গোলাপ প্রমুখ।

 

মর্নিংনিউজ/বিআই/ডিকে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *