স্বাস্থ্য অধিদপ্তরের মানদণ্ডে যশোর ২৫০ শয্যা হাসপাতাল দেশসেরা

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা সূচকের নির্ধারিত মানদণ্ডে সারাদেশের জেলা সদর হাসপাতালগুলোর মধ্যে সেরা নির্বাচিত হয়েছে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল। চলতি বছরের এপ্রিল মাসের পারফরমেন্সের ভিত্তিতে মঙ্গলবার(৩১অক্টোবর) প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত তালিকার দ্বিতীয়তে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ ২৫০শয্যা আধুনিক সদর হাসপাতাল। তৃতীয়স্থানে আছে বরিশাল জেনারেল হাসপাতাল।

স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ(হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং-এইচএসএস) রেটিংস(এপ্রিল ২০২৩) অনুযায়ী দেশের শীর্ষ ১০টি জেলা সদর হাসপাতালগুলোর স্কোরসহ তালিকা প্রকাশ করা হল : ১. যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। স্কোর ৮৮.৫০,  চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল। স্কোর ৮৬.৫০, বরিশাল জেনারেল হাসপাতাল। স্কোর ৮৬.০২, ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যা জেলা সদর হাসপাতাল। স্কোর ৮৫.৯১, নোয়াখালী ২৫০শয্যা জেনারেল হাসপাতাল। স্কোর ৮৫.৪৬, জয়পুরহাট ২৫০শয্যা জেলা হাসপাতাল। স্কোর ৮৫.২২, কিশোরগঞ্জ ২৫০শয্যা জেলা সদর হাসপাতাল। স্কোর ৮৫.১৮, কুষ্টিয়া ২৫০শয্যা জেনারেল হাসপাতাল। স্কোর ৮৪ দশমিক ৮৭, শেরপুর ২৫০শয্যা জেলা সদর হাসপাতাল। স্কোর ৮৪.৫৫, কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল। স্কোর ৮৪.০৬।

 

মর্নিংনিউজ/বিআই/এএস

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *