সিলেটে তিন চিকিৎসকসহ ২৯ জনের করোনা শনাক্ত

সংগৃহিত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমন শনাক্ত হয়েছে সিলেটের তিন চিকিৎসকসহ আরও ২৯ জনের শরীরে।

শনিবার (৪ জুলাই) ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ২৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২৭ জনের নতুন করে ও দুইজনের ফলোআপ করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্ত ২৯ জনের মধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ২৬ জন, বালাগঞ্জের দুইজন ও গোলাপগঞ্জ উপজেলার একজন রয়েছেন।

সর্বশেষ শনিবার (৪ জুলাই) হবিগঞ্জের ৩৭ জন আর সিলেটের ২৭ জন নিয়ে সিলেট বিভাগে রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার ১০৪ জনে দাঁড়াল। এর মধ্যে সিলেট জেলায় ২ হাজার ৭৬১, সুনামগঞ্জে ১ হাজার ৬২, হবিগঞ্জে ৭৫৯ এবং মৌলভীবাজারে ৫২২ জন।

আরও পড়ুন: বিএসএমএমইউ-তে করোনা সেন্টার চালু

উল্লেখ্য, এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন। এর মধ্যে সিলেটে ৬৬, সুনামগঞ্জে সাতজন, হবিগঞ্জে ছয়জন ও মৌলভীবাজারে পাঁচজন। এই বিভাগে করোনা ভাইরাস জয় করে সুস্থ হয়েছেন এক হাজার ৬২৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৯১, সুনামগঞ্জে ৫৭৫, হবিগঞ্জে ২৯৫ এবং মৌলভীবাজারে ২৬৪ জন রয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *