আজ থেকে চলাচল করবে আরও ১১টি ট্রেন। এ নিয়ে সারা দেশে চলাচল করবে মোট ১৯টি ট্রেন।
ঢাকা থেকে আজ ১৪টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যাত্রীরা রেলের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কিছু যাত্রী ছাড়া অধিকাংশই স্বাস্থ্যবিধি মেনে চলছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।