বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু রকি বড়ুয়া গ্রেফতার

রকি বড়ুয়া

গ্রেফতার হয়েছেন বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু রকি বড়ুয়া। মঙ্গলবার (১২ মে) ভোররাতে সেহরির সময় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭।

নিজেকে বৌদ্ধ ভিক্ষু দাবি করে দেশে ও দেশের বাইরে রাজনৈতিক উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে দেখা করা আর অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া ছিল রকি বড়ুয়ার নেশা। সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাইদীর সাথে বৈঠক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগ ছিল রকি বড়ুয়ার বিরুদ্ধে।

এ সময় তার ৪ সহযোগীকেও গ্রেফতার করা হয়। বাসা থেকে উদ্ধার করা হয় বাংলাদেশ ও ভারতের একাধিক নেতা মন্ত্রী ও এমপির সাথে তার ছবি, তাদের সিল প্যাড এবং সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, জুনায়েদ বাবুনগরী ও তারেক মনোয়ারসহ বিভিন্ন জনের সাথে রুদ্ধদ্বার বৈঠকের ছবি।

গ্রেফতারের পর

গ্রেফতারের আগে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চট্টগ্রামের একটি তিনতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টার সময় দুই পা ভেঙে যায় তার। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেফতারের বিষয়ে র‌্যাব-৭ (চট্টগ্রাম) এর অধিনায়ক লে: কর্নেল মো. মশিউর রহমান জুয়েল বলেন, হ্যাঁ রকি বড়ুয়া নামে আমরা একজনকে গ্রেফতার করেছি। চট্টগ্রামের পাঁচলাইশ শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর রকি বড়ুয়ার দেওয়া তথ্যমতে চট্টগ্রাম লালখান বাজারে তার একটি বাসা থেকে বিদেশি মদ, ২৫ লাখ টাকার এফডিআর, গেরুয়া রং এর কাপড় উদ্ধার করা হয়েছে। এছাড়াও প্রতারণার জন্য ব্যবহার করা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিল প্যাড ও ছবি পাওয়া গেছে।

উদ্ধারকৃত সামগ্রী

তিনি বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল রকি বড়ুয়া যুদ্ধাপরাধীর অভিযোগে সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির ব্যাপারে বৈঠক করছিলেন। এটার মাধ্যমে তিনি অরাজকতা সৃষ্টির চেষ্টা করছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *