কুষ্টিয়া ও চুয়াডাঙায় দুস্থ মানুষের পাশে আমরা ওয়েলফেয়ার এসোসিয়েশন

বর্তমান করোনা মহামারিতে পুরো পৃথিবীই বিপর্যস্ত। কর্মহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। দীর্ঘদিন ধরে সময় কাটছে লকডাউনে। একই অবস্থা বাংলাদেশেও। এমনই এক পরিস্থিতিতে কুষ্টিয়া ও চুয়াডাঙায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা ওয়েলফেয়ার এসোসিয়েশন।

রমযানের শুরু থেকেই কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সহায়তা-কার্যক্রম হাতে নেয় সংগঠনটি। রমযানের প্রথম দশ দিনে কুষ্টিয়া শহরের ৭০টি পরিবারের এক সপ্তাহের বাজারের ব্যবস্থা করে দেন তারা।

এদিকে, আমরা ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর তত্ত্বাবধানে সংগঠনের চুয়াডাঙা ইউনিটের প্রধান মেহরাব ফেরদৌস জিসান-এর ব্যবস্থাপনায় আজ দিন-ব্যাপী চলে ইদুল ফিতর উপলক্ষ্যে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি। এর আওতায় ৬৫জন মানুষের হাতে পৌঁছে দেয়া হয় খাদ্যসামগ্রী।

এ সকল সহায়তা-কার্যক্রম বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রতিবছর ইদুল ফিতরে সংগঠনের পক্ষ থেকে ছিন্নমূল শিশুদের ইদের নতুন পোশাক কিনে দেয়া হয়। এ বছর সার্বিক পরিস্থিতি বিবেচনায় কার্যক্রমে এ পরিবর্তন আনা হয়েছে।

সব মিলিয়ে ১৩৫টি পরিবারের কাছে বাজার ও খাদ্যসামগ্রী পৌঁছে দিতে পেরেছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

আমরা ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর উপদেষ্টা কুষ্টিয়া সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন সংগঠনের সদস্যদের কাজে সন্তুষ্টি প্রকাশপূর্বক অসহায় মানুষদের প্রতি সহেযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের আহ্বান জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *