বর্তমান করোনা মহামারিতে পুরো পৃথিবীই বিপর্যস্ত। কর্মহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। দীর্ঘদিন ধরে সময় কাটছে লকডাউনে। একই অবস্থা বাংলাদেশেও। এমনই এক পরিস্থিতিতে কুষ্টিয়া ও চুয়াডাঙায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা ওয়েলফেয়ার এসোসিয়েশন।
রমযানের শুরু থেকেই কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সহায়তা-কার্যক্রম হাতে নেয় সংগঠনটি। রমযানের প্রথম দশ দিনে কুষ্টিয়া শহরের ৭০টি পরিবারের এক সপ্তাহের বাজারের ব্যবস্থা করে দেন তারা।
এদিকে, আমরা ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর তত্ত্বাবধানে সংগঠনের চুয়াডাঙা ইউনিটের প্রধান মেহরাব ফেরদৌস জিসান-এর ব্যবস্থাপনায় আজ দিন-ব্যাপী চলে ইদুল ফিতর উপলক্ষ্যে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি। এর আওতায় ৬৫জন মানুষের হাতে পৌঁছে দেয়া হয় খাদ্যসামগ্রী।
এ সকল সহায়তা-কার্যক্রম বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রতিবছর ইদুল ফিতরে সংগঠনের পক্ষ থেকে ছিন্নমূল শিশুদের ইদের নতুন পোশাক কিনে দেয়া হয়। এ বছর সার্বিক পরিস্থিতি বিবেচনায় কার্যক্রমে এ পরিবর্তন আনা হয়েছে।
সব মিলিয়ে ১৩৫টি পরিবারের কাছে বাজার ও খাদ্যসামগ্রী পৌঁছে দিতে পেরেছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
আমরা ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর উপদেষ্টা কুষ্টিয়া সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন সংগঠনের সদস্যদের কাজে সন্তুষ্টি প্রকাশপূর্বক অসহায় মানুষদের প্রতি সহেযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের আহ্বান জানান।