চকরিয়ার বৃদ্ধকে লাঞ্ছনাকারী আনছুর পুলিশের হাতে আটক


কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বৃদ্ধ নুরুল আলমকে লাঞ্ছনাকারী আনছুর আলম (৪০)-কে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
বুধবার (১০ জুন) সকালে মহেশখালীর ষাটমারা এলাকা থেকে তাকে আটক করেন পুলিশ সদস্যরা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্যে, গত ২৪ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চকরিয়ার ঢেমুশিয়ায় বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতন করে আনছুর আলমের নেতৃত্বে কয়েকজন।ঐ ঘটনা একজন মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে আপলোড করায় দেশব্যাপী ভাইরাল হয়ে যায় ভিডিও। আলোচিত ওই মামলার প্রধান আসামি আনছুর পালিয়ে গেলেও তিনজনকে আটক করে পুলিশ।