ইদের আগের দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত স্বামী-স্ত্রী হচ্ছেন লক্ষীনারায়ণপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে সুমন ও একই এলাকার তাজরীন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে স্বামী-স্ত্রী গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরে লাশ দুটি উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ওসি আরও জানান, নিহত স্বামী-স্ত্রী মাত্র ৫ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আত্মহত্যার কারণ এখনও জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি জিয়াউর রহমান।