মাশরাফি-মুশফিকের ইদ-বার্তা

ছবি: সংগৃহীত

টানা ৩০ দিন সিয়াম সাধনার পর আজ ঘরে ঘরে ইদুল ফিতর উদযাপন করছেন মুসলিম ধর্মাবলম্বীরা। করোনার বিরূপ বাস্তবতায় মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবটি কিছুটা সাদামাটাভাবেই উদযাপিত হচ্ছে।

করোনার প্রাদুর্ভাব ও বিস্তার এড়াতে ইদের দিনে মানুষকে বাইরে ঘোরাফেরা না করে ঘরে ধাকার অনুরোধ করেছেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা ও মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মাশরাফি লিখেছেন- এবার ঘরে থেকে ইদ করার বড়ো সুযোগ। বাসায় যারা অভিভাবক আছেন, তাদের সময় দিন। সাধারণত ইদের দিনে তাদের সময় দেওয়া হয় না। এবার অবিভাবকদের ইদ স্পেশাল করে তোলার দারুণ সুযোগ। তারা যেন নিজেদের ছেলেবেলায় ফিরে যেতে পারেন। সবাইকে অনুরোধ করব, সবাই ঘরে থাকুন, এক সঙ্গে ইদ করুন। বেঁচে থাকলে সামনের ইদ আরও ভালো হবে।

ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের সঙ্গে সুর মিলিয়ে সাবেক টেস্ট অধিনায়ক মুশফিক লিখেছেন- এবার ইদটা একটু অন্যরকম। যদিও আমরা এভাবে চাইনি। আমরা সবাই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে যেন ইদটা পালন করতে পারি। বাসার সবাইকে সময় দেই, বাসাতেই থাকি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *