করোনাভাইরাস মহামারির চলমান সঙ্কটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। দরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা-কর্মচারী তাদের এক মাসের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দিয়েছেন। টাকার অঙ্কে এর পরিমাণ ২৫ লাখ টাকা।
সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
রবিবার (১০ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ২৫ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। এ সময় স্টক এক্সচেঞ্জটির ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ উপস্থিত ছিলেন।
আসিফ ইব্রাহিম প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বলেন, পুরো জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে সাহস নিয়ে চলমান সংকট মোকাবেলা করছে।
অন্যান্য খাতের মতো পুঁজিবাজারের সংকট উত্তরণেও সরকার একটি উদ্যোগ নেবে এবং তারা ১ হাজার ৫০ কোটি টাকার যে প্রণোদনা চেয়েছেন প্রধানমন্ত্রী সেটি সহানুভূতির সাথে বিবেচনায় নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।