বাগেরহাটের চিতলমারী উপজেলায় হাসিব শেখ (১৭) নামে এক কিশোরকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ মে) রাতে তুচ্ছ ঘটনা নিয়ে উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মামুনকে মারধরের ঘটনা ঘটে।
হাসিবের মা জোৎসনা বেগম বলেন, মামুনসহ কয়েকজন আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে পাশের একটি আম বাগানে নিয়ে লাঠি দিয়ে বেদম মারধর করে। রাতে আহত অবস্থায় হাসিবকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। সকালে কান ও মুখ থেকে রক্ত বের হলে হাসপাতালে নিয়ে গেলে সেখানে হাসিব মারা যায়।
এঘটনায় রবিবার (৩১ মে) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাসিব। হাসিব শেখ দক্ষিণপাড়া গ্রামের এমদাদুল শেখের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, বিড়ি খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন মিলে হাসিবকে মারধর করে। অসুস্থ হাসিবকে রোববার সকালে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সে মারা যায়। হাসিবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য হাসিবের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। জড়িতদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে।