কক্সবাজার সদরে করোনা আক্রান্তের ঝুঁকি বেড়েই চলেছে

কক্সবাজার জেলায় করোনার তাণ্ডব কোনভাবেই থামছে না। শনিবার কিছুটা কমলেও রবিবার সংক্রমনে যেন জোয়ার এসেছে ।জেলায় শেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬৪ জন। রবিবারের ৬৪জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৪ জন।

রবিবার (৩১ মে) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ।

তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ২৫৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৭০টি নমুনার ফল আসে পজিটিভ।এর মধ্যে নতুন ৬৬টি। আর সদরের ৩৫ জন সহ জেলায় শনাক্ত হয়েছে ৬৪ জন।

আক্রান্তদের মধ্যে সদরের ৩৫ জন,উখিয়ার ১২ জন,টেকনাফের ১১ জন,চকরিয়ার-২,রামুর-২ জন,পেকুয়ার ১জন এবং মহেশখালীর ১জন। এছাড়া নাইক্ষ্যংছড়ির ১ জন এবং লামার-১ জন নতুন পজিটিভ অছেন। বাকি ৪টি ফলোআপ।পূর্বের আক্রান্ত । দ্বিতীয়বার পরীক্ষা করেও তাদের শরীরে করোনা পজিটিভ আসেন।বাকি ১৬৮ জনের নেগেটিভ আসে।

এনিয়ে জেলায় ৬০তম দিনে করোনা রোগীর সংখ্যা দাড়াল ৩০ রোহিঙ্গা সহ মোট ৭০৪ জন। এর মধ্যে মাত্র শেষ ১৩দিনেই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫৫ জন।

জানা গেছে, গত ২ এপ্রিল থেকে কক্সবাজার জেলায় করোনায় সবচেয়ে আক্রান্ত বেশি সদর উপজেলায়। এখানে মোট আক্রান্ত ৩১৫ জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে চকরিয়া উপজেলা ১৫৭ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে উখিয়া।এ উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৮জন।এর পরে রয়েছে পেকুয়ায় ৪০ জন,মহেশখালীতে ৩২ জন,রামুতে ২৪ জন,টেকনাফে ৩২ জন,কুতুবদিয়ায় ৩ জন।এছাড়া শরনার্থী শিবিরের রোহিঙ্গা রয়েছে ৩০ জন।

কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা.মাহবুবুর রহমান জানিয়েছেন,৩০মে পর্যন্ত কক্সবাজার জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছে ১০০ জন কভিড-১৯ রোগী। এছাড়া রোহিঙ্গা আইসোলেশন ইউনিটেও ৩০জন ভর্তি রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৬ জন। হোম কোয়ারেনটাইনে রয়েছেন ২৫৫জন। অন্যদিকে মারা গেছেন ১১ জন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *