সুন্দরবনে সাত লাখ টাকা দাবিতে দুই জেলে অপহরণ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ভারত সীমান্তবর্তী ছায়া নদী সংলগ্ন ছায়ারটেক নামক স্থান থেকে শনিবার (১৩ জুন) ভোরে সাত লাখ টাকা মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে দস্যু জিয়াবাহিনী।
অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার বড় ভেটখালী গ্রামের জব্বার সানার ছেলে মজিদ সানা (৪৫) ও পার্শ্বেখালী গ্রামের আকবর হোসেনের ছেলে আব্দুল্লাহ (২২)।
পার্শ্বেখালী গ্রামের আনিচ শেখের ছেলে হোসেন শেখ জানান যে, সপ্তাহখানেক আগে কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে সুন্দরবনের ছায়ারটেক এলাকায় মাছ ধরতে যান তারা। এক পর্যায়ে জিয়া বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তারা সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। যদিও ৮ জেলেকে মুক্তি দেয় তারা।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান বলেন, জেলে অপহরণের বিষয়টি শুনেছি। কিন্তু কেউ এখনও অভিযোগ করেনি।