কক্সবাজারে আশ্রয়ণ প্রকল্পের ৬০০ পরিবারকে চাবি হস্তান্তর আজ

ছবি: সংগৃহিত

জলবায়ু উদ্বাস্তু ৬০০ পরিবারকে ফ্ল্যাট বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্পে নির্মাণ করা সেসব ফ্ল্যাটের চাবি আজ হস্তান্তর করবেন তিনি। কক্সবাজারে বিমানবন্দর সম্প্রসারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাচ্ছেন নতুন ফ্ল্যাট।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে উপকারভোগীদের কাছে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হবে।

কক্সবাজারে চলমান ১০টি বিশেষ অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্যতম শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প। এ প্রকল্পের প্রথম পর্যায়ে ১৯টি পাঁচতলা ভবনের কাজ সম্পন্ন হয়েছে। কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের বাঁকখালী নদীর তীর ঘেঁষা বৃহৎ এ প্রকল্পে পর্যায়ক্রমে ৪ হাজার ৪৪৮টি পরিবার পাবে নির্মিত ফ্ল্যাট।

আরও পড়ুন: আজ থেকে শুরু হচ্ছে সমুদ্রে ইলিশ আহরন

সমুদ্রদ্বীপ কুতুবদিয়া ও পাশের মহেশখালীতে ১৯৯১ সালে সাগরজলে ভিটেমাটি হারানো জলবায়ু উদ্বাস্তু মানুষদের জীবনে এটা স্বপ্নের চেয়েও বড় কিছু। সব হারিয়ে কক্সবাজারে এসে তারা বেছে নিয়েছিলেন বস্তিজীবন, সেই বস্তি থেকেই বিমানবন্দর সম্প্রসারণের কারণে আবার হয়েছেন উচ্ছেদ।

এবার উচ্ছেদ হয়েও ঠিকানাহারা না হয়ে তারা পেয়ে যাচ্ছেন কল্পনাকেও হার মানানো ঘটনার মতো ফ্ল্যাটের চাবি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *