কুড়িগ্রামে পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে আটক-৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোবাইল ফোনে গোপনে মহিলার গোসলের ভিডিও চিত্র ধারণ করে টাকা দাবীর অপরাধে অভিযুক্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ এবং স্থানীয়রা জানান,  নাগেশ্বরী উপজেলার চামটারপাড় এলাকায় ২ আগষ্ট দুপুরে জনৈক এক নারী বাথরুমে গোসল করতে গেলে বাড়ির পূর্ব পাশের টিনের ছোট ছিদ্র দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তা ভিডিও ধারণ করেন অভিযুক্তরা। পরে তারা ওই নারীকে ফোন করে টাকার দাবি করে আসছিল। টাকা না দিলে তার ভিডিও চিত্র ফেসবুক আইডিতে পোস্ট করে সর্বত্র ছড়িয়ে দেবে বলে  বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি  প্রদর্শন করে। পরে রবিবার (৯ আগষ্ট) দুপুরে ওই নারী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে আইনুল হক (৩১), মানিক মিয়া (৩০) এবং জমিলা বেগম (বাদীর সৎ মা ) কে আটক করে পুলিশ। আটককৃতরা নাগেশ্বরীর চামটারপার এলাকার বাসিন্দা।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ  (ওসি) রওশন কবীর জানান, মোবাইল ফোন ও মোবাইলের ভিডিও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) জানান, কারো ব্যক্তিগত ভিডিও ধারণ ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া আইনত দন্ডনীয় অপরাধ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে জেলা জুড়ে অভিযান অব্যাহত রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *