কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে ইদ উপলক্ষে বন্যা দুর্গত প্রায় ৭ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বজরা ইউনিয়ন পরিষদ চত্তরে চাউল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম আমিন, উপজেলা রিলিফ অফিসার মাহমুদুল হাসান রানু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেফাকাত হোসেন, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান আমিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন: এবার ইদে আনন্দ নেই চরাঞ্চলের ৪ লক্ষাধিক বন্যা কবলিত মানুষের

বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম আমিন জানান, আমার ইউনিয়নে ৩৫ হাজার মানুষ বন্যা কবলিত। বন্যার শুরুর দিকে ৪ মেট্রিক টন চাউল বরাদ্দ পাই। যা ৪ শতাধিক বানভাসি মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার থেকে প্রায় ৭ হাজার পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। যা দিয়ে বন্যা কবলিত মানুষের ইদের খাবারের ব্যবস্থা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *