গাজীপুরে জাতীয় পিঠা উৎসবে মোগরখাল যুব ও সমাজ কল্যাণ সংসদের ২য় স্থান অর্জন

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি গাজীপুরের ব্যবস্থাপনায় গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১জানুয়ারী থেকে ২ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব-১৪৩০ অনুষ্ঠিত হয়। উক্ত পিঠা উৎসবে বিভিন্ন স্টলে প্রায় শতাধিক প্রকার পিঠা প্রদর্শনী ও বিক্রি করা হয়।

সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন মোগরখাল যুব ও সমাজ কল্যান সংসদ বাঙ্গালীর ঐতিহ্য রক্ষা ও তরুন প্রজন্মকে উৎসাহ প্রদানের লক্ষে পিঠা উৎসবে অংশগ্রহন ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। পুরস্কার গ্রহনের পর সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত বলেন” পিঠা বাঙ্গালীর ঐতিহ্য ও সংস্কৃতির একটা অংশ। আধুনিকতার এই যুগে আমাদের এই ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। তাই তরুন প্রজন্মকে উৎসাহ প্রদানের লক্ষে আমারা পিঠা উৎসবে অংশগ্রহন করেছি।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক, জেলা কার্যালয় গাজীপুর এর উপ-ব্যবস্থাপক, জনাব মোঃ কামাল পারভেজ, সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার শারমীন জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা শহীদ বরকত কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *