চীনা প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন

নেপালের গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট অনুসারে, নেপালে অবস্থানরত চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি নেপাল সফর শেষে বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন।

কাঠমান্ডু পোস্ট এক অনলাইন প্রতিবেদনে জানায়, রোববার (২৯ নভেম্বর) ওয়েই ফেঙ্গি নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নেপালের সরকারি বার্তা সংস্থা রাষ্ট্রীয় সমাচার সমিতি এর আগে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়েইকে স্বাগত জানিয়েছেন।

ওয়েই ফেঙ্গি এ সময় বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘আমার সফরের লক্ষ্য চীন এবং নেপালের মধ্যে পারস্পরিক সামরিক সহায়তা বাড়ানো এবং দুই দেশের বিদ্যমান সম্পর্ক জোরদার করা। চীন ও নেপালের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং আমি এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এখানে এসেছি।’

কাঠমান্ডু পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে আরও জানায়, চীনা প্রতিরক্ষামন্ত্রী নেপাল সফর শেষে বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *