চৌগাছায় আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

 

যশোরের চৌগাছায় বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। শনিবার (২৮অক্টোবর) উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পৃথক এ মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এদিন দুপুর সাড়ে ১২টায় উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজওয়ান হাবিব আলিফের নেতৃত্বে দলীয় কার্যালয় হতে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান বাবুল, প্রচার সম্পাদক চুন্নু বড়মিয়া, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দেওয়ান আনিছুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আকরামুল ইসলাম, সাগর কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টায় শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড় সংলগ্ন স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মানিক, সহ-সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, যুগ্ম-সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, পৌর শাখার সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

একইদিনে বিকাল ৪টার দিকে আরেকটি প্রতিবাদ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী। মিছিল শেষে মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ বি এম আহসানুল হক। সেখানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাউন্সিলর আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ, ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান, আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সারজান দেওয়ান সোহেল, যুগ্ম-আহবায়ক রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে এদিন সন্ধ্যা ৬টায় উপজেলা যুবলীগ নেতা মমিনুর রহমান ও শামীম রেজার নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি যশোর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে এসে এক সমাবেশে রুপ নেয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মমিনুর রহমান মমিন, উপজেলা যুবলীগ নেতা শামীম রেজা, মনিরুল ইসলাম রকি, রাসেল রানা, পৌর শ্রমিকলীগের সভাপতি আমিনুর রহমান আমিন, পৌর কাউন্সিলর শাহিনুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফিরোজ হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল রানা, সন্দীপ কুমার জয়, সরকারী কলেজ ছাত্রলীগ নেতা হাসিব বিশ্বাস, আলিফ হোসেন প্রমুখ।

 

মর্নিংনিউজ/বিআই/এমআর

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *