ধর্মীয় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ফ্রান্স

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত লকডাউনে ধর্মীয় জমায়েতের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় শনিবার (২৩ মে) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ধর্মীয় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এতে অংশ নিতে হলে নাগরিকদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঝুঁকি এড়াতে মাস্কও ব্যবহার করতে হবে। বারবার হাত ধোয়াসহ করোনা সংক্রমণ এড়াতে সর্বাত্মক প্রস্তুতি রাখতে বলা হয়েছে ফ্রান্সের অধিবাসীদের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ধর্মীয় জমায়েতের ব্যাপারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়টি অচিরেই ডিক্রি আকারে প্রকাশিত হবে। ধর্মীয় জমায়েতে উপস্থিত হলে নাগরিকদের বাধ্যতামূলকভাবে শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।

ফ্রান্সে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১ লাখ ৮২ হাজার ৪৬৯, সুস্থ হয়েছে ৬৪ হাজার ৫৪৭, মারা গেছেন ২৮ হাজার ৩৩২ জন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *