নাটোরে মাছ ধরার লোভে বাঁধ ভেঙ্গে বন্যায় ভাসলো ১২ গ্রামের মানুষ

নাটোরের সিংড়ার কলকলিপাড়ায় মাছ ধরতে কালভার্টের মুখ খুলতেই ধসে গেছে কালভার্ট ও বাঁধ।

ভরা নদীতে মাছ ধরার লোভ সামলাতে পারেনি এলাকার কিছু মানুষ। মাছ ধরার জন্য কালভার্টটি খুলে দিতেই বিপৎসীমার ওপরে থাকা আত্রাই নদী আগ্রাসী রুপ নিয়ে যেন হামলে পড়ে কালভার্টের ওপর। পানির চাপ সহ্য করতে না পেরে কালভার্টটি মুহুর্তের মধ্যে ধসে চলে যায় বহুদূর। সেই সাথে ভেঙ্গে যায় বাধটি।ভাঙ্গন বাড়তে বাড়তে ৩০ মিটারে গিয়ে দাঁড়ায়।যা আরো বাড়ার আশংকা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানের।

রবিবার (২৬ জুলাই) বিকালে কলম ইউনিয়নের কলকলিপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভাঙ্গার পর এখন নতুন করে বন্যার মুখ দেখতে হবে ওই ইউনিয়নের ১২ গ্রামের মানুষকে। তলিয়ে যাবে চাঁদপুর বিলের শতাধিক পুকুর,আউশ ধান।

খবর পেয়ে সেখানে হাজির হন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান,ইউপি চেয়ারম্যান মইনুল হক চুন্নু। বাঁধটি মেরামতে বগুড়া থেকে জিও ব্যাগ সংগ্রহ করা হচ্ছে বলে জানান নির্বাহী প্রকৌশলী।

আরও পড়ুন: মাটিরাঙ্গায় নুর মোহাম্মদ টিপু হত্যার প্রতিবাদে মানববন্ধন

তবে বাঁধ মেরামতের আগেই সর্বনাশ যা হওয়া হয়ে যাবে বলে জানান ইউপি চেয়ারম্যান। তিনি জানান, বাঁধের পাশে আশ্রয় নেয়া দরিদ্র জনগোষ্ঠীর মানুষ গুলো আবারো হবে নিঃস্ব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *