নারীদের নিয়ে নেতানিয়াহুর মন্তব্যে সমালোচনার ঝড়

২৫ নভেম্বর ছিল ‘নারীদের বিরুদ্ধে সহিংসা দূরীকরণ’ (ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন) বিষয়ক আন্তর্জাতিক দিবস, যেটি উপলক্ষে ইসরাইলের আইনসভা নেসেটে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই বক্তব্যে তিনি নারীদের ‘জানোয়ারের’ সঙ্গে তুলনা করেন। 

স্ত্রী সারা এবং নারী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে নেতানিয়াহু বক্তব্যে বলেন,  ‘নারীরা আপনার আমার সম্পদ নয়। কোনো পশু নয় যে তাদের ওপর অত্যাচার করা যাবে। নারীরা কোনো জানোয়ার নয় যে, তাকে আপনি পেটাতে পারেন। ইদানীং আমরা বলে থাকি, জানোয়ারদেরও আঘাত করো না। আমরা জানি যে, পশুদেরও বোধবুদ্ধি, চেতনা, অনুভূতি রয়েছে। সুতরাং পশুদের প্রতি যদি আমাদের সমবেদনা থাকে-সব নারীই পশু, সব শিশুও পশু, তবে তাদের প্রত্যেকেরই অধিকার রয়েছে।’

শুধু দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও সমালোচনার ঝড় উঠেছে নেতানিয়াহুর এই মন্তব্য নিয়ে। অনেকে নেতানিয়াহুকে তুলোধোনাও করছেন একটি দেশের প্রধানমন্ত্রী কীভাবে জন্তু-জানোয়ারের সঙ্গে  নারীদের তুলনা করলেন, সেই বিষয় নিয়ে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রীর অফিস নেতানিয়াহুর বক্তব্যে বিতর্ক উঠায়, এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘নারী সুরক্ষা ও নারীদের অধিকার নিয়ে মন খুলে কথা বলেছেন প্রধানমন্ত্রী। নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদেও সরব হয়েছেন। তার বক্তৃতার একটা ছোট অংশে হেনস্তার উদাহরণ দিতে গিয়ে পশুর প্রসঙ্গ টেনে এনেছেন। কিন্তু তিনি কোনোভাবেই জন্তু-জানোয়ারের সঙ্গে নারীদের তুলনা করেননি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *