পঞ্চগড়ে কিশোর বলাৎকার, কারাগারে অভিযুক্ত আসামি

পঞ্চগড়ে ১৪ বছর বয়সি এক কিশোরকে বলাৎকারের ঘটনায় দুলাল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। 

বুধবার (১৯ আগষ্ট) দুপুরে জেলা শহরের এসবি পাম্প সংলগ্ন একটি লেদার ওয়ার্কশপ থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুলালের বাড়ি ঠাকুরেগাঁও পৌর শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায়। সে ওই এলাকার মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, দুলাল হোসেন জেলা শহরের এসবি পাম্প সংলগ্ন ওই লেদার ওয়ার্কশপে কাজ করে। গত সোমবার (১৬ আগস্ট) রাতে ওই কিশোরের সঙ্গে দুলালের পরিচয় হয়। থাকার জায়গা না থাকায় দুলাল তাকে তার ওয়ার্কশপে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে দুলাল তাকে জোরপূর্বক বলাৎকার করে।

এঘটনায় বুধবার সকালে ওই শিশুর দুরসম্পর্কের এক মামা লেদার ওয়ার্কশপের সত্বাধিকারী আনোয়ার হোসেনসহ স্থানীয় অনেককে বিষয়টি খুলে বলে। বিষয়টি জানাজানি হওয়ায় ক্ষুব্ধ হয়ে দুলাল ওই কিশোরকে মারপিট করে। পরে ওই কিশোর সেখান থেকে পালিয়ে এসে পঞ্চগড় সদর থানায় ঘটনাটি খুলে বলে। পরে বলাৎকারের অভিযোগে পঞ্চগড় থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম বাদি হয়ে দুলাল হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

আরও পড়ুন: পঞ্চগড়ে ১১ মামলার আসামি রুবেল গ্রেফতার

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আককাছ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর দুলালকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *