পৃথিবীজুড়ে করোনায় মৃ্ত্যুর সংখ্যা পৌনে তিন লাখ ছাড়াল

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে পৃথিবীজুড়ে মৃতের সংখ্যা বেড়ে পৌনে তিন লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বিশ্বে ২ লাখ ৭৬ হাজার ২১৬ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ১২ হাজার ৮৫৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৮৫ হাজার ১৮৫ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখ ২১ হাজার ৭৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৬১৫ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩১ হাজার ২৪১ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ৩৬৪ জন।

তৃতীয় স্থানে নেমে এসেছে ইতালি। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ২০১ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ১৮৫ জন।

এছাড়া স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ২৯৯ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার ১১৭ জন। ফ্রান্সে করোনায় ২৬ হাজার ২৩০ জনের মৃত্যু ও ১ লাখ ৭৬ হাজার ৭৯ জন আক্রান্ত হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৮৭ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *