প্রকৃতি রূপ আত্মা

নীল আকাশ আর চাঁদনী রাতে দীপ্ত

মেলে ডানা আকাশে ধাবিত,

রক্তিম বিকালে ধোঁয়াটে গোধূলি লগ্ন

ঝাপটা শব্দে বাতাস বাহিত।

খুঁজে চলছি সারাক্ষণ তোমার আভা

আমাকে করে আজ বিপন্ন,

সমীপে বহমান ধারার মত ছুটো তুমি

ক্লান্তিকে করো নাই নিষ্পন্ন।

ঝড়ের আগ মুহূর্ত ও নির্জলা আকাশ

নীড়ে ফেরে দলে পক্ষিকুল,

পূর্ণিমা চাঁদ আর আকাশে তুলট মেঘ

আমায় করে অনন্ত ব্যাকুল।

তোমারই পানে চেয়ে বসে আছি আমি

করোনা আমায় শুন্য রিক্ত,

তুমি আমার গোধূলির ঘাস ফুল পাখি

তবে তোমাতে আমি সিক্ত।

শরতের কাশফুল আর সুদীর্ঘ বিকাল

শিউলি ভোর এর কুয়াশায়,

কাশফুলের মৃদু পরশ ও ফসলের মাঠ

লগ্নই বয়ে যায় ধোঁয়াশায়।

স্বপ্নই শুধু তুমি আমার সর্বক্ষণই ভাবি

জুড়ে আছ কিভাবে কতটা,

পেতে চেয়েছি তোমায় আমি সত্যিই-

তুমি আমার পরিপূর্ণ শতটা।

বসন্তের কোকিল ও গাছের কচি পাতা

জানান দিয়ে যায় নতুনত্বের,

আমের মুকুল আর মৌমাছির গুঞ্জনে

কথা বলছে তোমার মহত্ত্বের।

বলে বলে কথা ফুরিয়ে যায় আদি সময়

নেমে আসে ক্ষণিক নীরবতা,

ভেসে বেড়াও তুমি আমার দিবা রাত্রির

তব জাগরণে আর স্তব্ধতা।

 

মর্নিংনিউজ/বিআই/এসএ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *