বান্দরবানের ছয় হত্যায় মামলা

ফাইল ছবি

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংস্কারপন্থীর ছয় নেতাকর্মীকে হত্যার ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএএসের ১০ নেতাকমীর বিরুদ্ধে মামলা হয়েছে।

এছাড়া এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১০ জনকে আসামি করা হয়েছে বলে বান্দরবান থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন।

তিনি বলেন, সমিতির সংস্কারপন্থী অংশের বান্দরবান জেলার সাধারণ সম্পাদক উবামং মারমা বুধবার রাতে এই মামলা করেন। তিনি ১০ আসামির নাম উল্লেখ করেছেনে। এছাড়া অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় মামলায় যে ১০ আসামির নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন আপাই মারমা (৩৮), অংপ্রু মারমা (৪৫), বিনয় লাল চাকমা (৪৫), নিরেক্ত চাকমা (৫০), মংপ্রু মারমা (৪৮), শান্তি বিকাশ চাকমা (৩৮), জরিপ কুমার তঞ্চঙ্গ্যা (৫০), মংশৈসা মারমা (৪০), উসাইনু মারমা (৩৮) ও সুমন চাকমার (৩৫)।

তারা সবাই সদর উপজেলার রাজবিলা ও কুহালং ইউনিয়নে বিভিন্ন পাড়ার বাসিন্দা বলে জানান ওসি শহিদুল।

মঙ্গলবার সদর উপজেলার বাঘমারা বাজারপাড়া এলাকায় জেএসএস সংস্কারপন্থী অংশের বান্দরবান জেলা শাখার সভাপতি রতন সেন তঞ্চঙ্গ্যার বাড়িতে গুলিতে ঘটনাস্থলে তাদের ছয় নেতাকর্মী নিহত হন। এছাড়া গুলিতে আহত হন আরও তিনজন।

আরও পড়ুন: খুলনায় দুই হাজার ইয়াবাসহ দম্পতি আটক

মামলার বাদী উবামং মারমা বলেন, “আসামিরা নিজ নিজ এলাকার স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। আশাকরি আইনপ্রয়োগকারী সংস্থা খুব শীঘ্রই আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *