বিপ্লব সাহা’র কন্ঠে “ ও আমার নন্দিনী ”

বিপ্লব

বিপ্লব

দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ -এর কর্ণধার বিপ্লব সাহা শিল্পের সব শাখাতে বিচরন করেন প্রতি নিয়ত। সেই ধারাবাহিকতায় নতুন করে আরও একটি গান গাইলেন বিপ্লব সাহা।

” ও আমার নন্দিনী ” শিরোনামের নতুন একটি গান নিয়ে আসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। এই গানের শুটিং হয়েছে বাংলার ভেনিস শহরে অর্থাৎ বরিশালের জনপ্রিয় কিছু জায়গায়। এছাড়াও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত কুয়াটার বিশেষ কিছু অংশে, যা আপনারা গানের বিভিন্ন অংশে দেখতে পারবেন। এক জমকালো আয়োজনের মাধ্যমে শুক্রবার সন্ধ্যা ৬ টায় মুক্তি পেলো বিশ্বরঙ এবং বিপ্লব সাহা’র অফিসিয়াল YouTube চ্যানেলে ( https://www.youtube.com/watch?v=eTIEQQjmrWk )

তানপুরা স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে । গানটির কথা,সুর ও সংগীত আয়োজন করেছেন সময়ের জনপ্রিয় গীতিকার “মনি জামান”। গানটির শিরোনাম : ও আমার নন্দিনী , শিল্পী : বিপ্লব সাহা , কথা সুর ও সংগীত : মনি জামান, মডেল : ঋতিকা ইসলাম ও রাসেদুর রহমান রাশেদ, আশরাফুল ইসলাম এবং সাবিহা রিংকু , সিনেমাটোগ্রাফী : অনিক চন্দ, ফটোগ্রাফি : অনিক চন্দ ও মিথুন চৌধুরী, এডিট : বি সি ইমরান, কালার : এস এম তুষার, স্টুডিও : তানপুরা, মেকআপ : রিজভী হোসেন, কাহিনী, গল্প এবং পরিচালনায় : বিপ্লব সাহা ও রিজভী হোসেন, বিশেষ ধন্যবাদ : জসিম উদ্দিন হায়দার ( ডিসি টাঙ্গাইল )!
গানটি প্রসঙ্গে বিপ্লব সাহা জানান, “এই গান বাঙালিদের কাছে স্মৃতির প্রতীক যেন। সেই ভাবনা থেকেই গানটি কণ্ঠে তুলেছি। আমার বিশ্বাস, সংগীতটি ভালো লাগবে শ্রোতাদের।“

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *