মাদারীপুরে আম পাড়তে গিয়ে গাছেই বিদ্যুৎস্পৃষ্টে  একজনের মৃত্যু

ছবি: মর্নিং নিউজ বিডি

মাদারীপুরে আম  পাড়তে গিয়ে গাছেই  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিশাদ হাওলাদার (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বিকেলে মাদারীপুর জেলা শহরের কুকরাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় একটি গাছে আম পাড়তে উঠে নিশাদ। এ সময় অসাবধানতাবশত পাশে থাকা বিদ্যুতের তারের সাথে স্পর্শ লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে আমগাছ এবং বিদ্যুতের তারের  সাথে ঝুলতে  থাকে নিশাদ । পরে বিদ্যুৎ অফিস  খবর পেয়ে  বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিলে  ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিশাদকে উদ্ধার করে। এরপর তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিশাদকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অখিল সরকার বলেন, হাসপাতালে আনার আগেই নিশাদের  মৃত্যু হয়।

মাদারীপুর সদর মডেল থানার পরির্দশক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ওই কিশোরের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত নিশাদ মাদারীপুর  সদর উপজেলার হাজীরহাওলা এলাকার বাদল হাওলাদারের ছেলে এবং শহরের শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল বলে জানায়  পুলিশ ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *