রাঙ্গামাটির ঐতিহ্যবাহী সুবলং বাজারে আগুন, পুরে ছাই অর্ধশত দোকান

রাঙামাটির ঐতিহ্যবাহী সুভলং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: মর্নিং নিউজ বিডি

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০৬০টি দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে

রোববার (১৪জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- রোববার বিকেলে হঠাৎ করে একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে আশ-পাশের ৫০-৬০টি দোকান পুঁড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা এবং সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা চালাচ্ছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক রতন কুমার নাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাঙামাটি শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল বোটযোগে আগুন নিভানোর উদ্দশ্যে যাত্রা করেছে।

আরও পড়ুন: কালীগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে সহায়তা প্রদান

প্রসঙ্গত: রাঙামাটির বরকল উপজেলাটি কাপ্তাই হ্রদ ঘিরে গড়ে উঠেছে এবং এই উপজেলাটি দূর্গম এলাকা। জেলা সদরের সাথে নৌ-পথই একমাত্র যোগাযোগের মাধ্যম। এই এলাকায় কোন ফায়ার স্টেশন নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *