রাজধানীর সব ভাস্কর্য নিরাপদ রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম রাজধানী ঢাকার ভাস্কর্যগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় প্রয়োজনে ভাস্কর্যের নিরাপত্তায় সাদা পোশাকে নিরাপত্তাকর্মী ও সিসিটিভির ব্যবস্থা করারও আহ্বান জানান।

সভায় ডিএমপি কমিশনার বলেন, আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে। চলমান মহামারি করোনাভাইরাস প্রসঙ্গে ডিএমপি শফিকুল ইসলাম বলেন, সবাইকে করোনার দ্বিতীয় ঢেউয়েও সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে। যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে কাজ করতে হবে।

উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সামনে বড় দুইটি উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সবাইকে সতর্কতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *