শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল

 

যশোরের শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের কমিটিতে সভাপতি আজিজুল হক ও সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (০৮ মার্চ) যশোরের গদখারীতে শার্শা উপজেলায় কর্মরত টিভি,পত্রিকা ও অনলাইন নিউজ পোটালে কর্মরত সাংবাদিকদের বার্ষিক বনভজন অনুষ্ঠানে এক আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটির অনুমোদন হয়।

সাংবাদিকদের মধ্যে একত্বতা, সমন্বয় ও ক্লান্তিকাল সময়ে পরস্পরের পাশে থাকতে এ কমিটি গঠিত হয়েছে। তিন বছর মেয়াদি এই কমিটিতে অনান্যরা হলেন, উপদেষ্টা পরিষদে একুশে টেলিভিশনের জামাল হোসেন, মুক্তিযোদ্ধা ও কলামিষ্ট আলতাফ চৌধুরী, বিডি নিউজ টুয়েন্টিফোরের আসাদুজ্জামান আসাদ, দৈনিক সময়ের আলোর এনামুল হক, এখন টেলিভিশনের আবুল হোসেন ও দৈনিক লোকসমাজের আজিজুর ইসলাম।

সিনিয়ার সহসভাপতি প্রতিদিনের কথার আনিছুর রহমান, সহসভাপতি ভোরের ডাকের আশানুর রহমান আশা, যায়যায়দিনের জি এম আশরাফ, দৈনিক জন্মভূমির আবুল বাশার, দৈনিক কালান্তরের কামাল উদ্দীন বিশ্বাস, দৈনিক দিনকালের মতিয়ার রহমান ও দৈনিক প্রতিদিনের সংবাদের মনির হোসেন।

সহ- সাধারন সম্পাদক নাগরিক টেলিভিশনের ওসমান গণি, দৈনিক লাখো কন্ঠের আসাদুজ্জামান রিপন, দৈনিক আমার সময়ের রাশেদুজ্জামান রাসেল ও দৈনিক গ্রামের কন্ঠের জাহিদ হাসান। সাংগঠনিক সম্পাদক সম্পাদক দৈনিক রানারের আরিফুজ্জামান, সহঃ দৈনিক অনির্বাণের তামিম হোসেন সবুজ ও মাতৃ ছায়ার সুমন হুসাইন। অর্থ সম্পাদক এশিয়ান টেলিভিশনের সেলিম আহম্মেদ, সহঃ দৈনিক কাগজের জাকির হোসেন। আইন বিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের কন্ঠের আসাদুর রহমান আসাদ, সহঃ শাহরিয়ার হুসাইন মুন, দপ্তর সম্পাদক দৈনিক রুপান্তরের শাহনেওয়াজ স্বপন, সহঃ দৈনিক সংবাদের লোকমান হোসেন রাসেল। প্রচার গ্লোবাল টিভির সম্পাদক রাসেল ইসলাম, সহঃ চ্যানেল এসের জসিম উদ্দীন, দৈনিক সমাচারের আকাশ হোসেন সাগর।ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক প্রজন্ম একাত্তরের ইকরামুল হোসেন, দ্যা মেইল বিডির এবিএস রনি। শিক্ষা বিষয়ক সম্পাদক কলকাতা প্রাইম টাইমের মোঃ জাহিরুল মিলন। শিক্ষা বিষয়ক সম্পাদক দৈনিক নাগরিক ভাবনার সাইবুর রহমান সুমন। আন্তজার্তিক বিষয়ক সম্পাদক দৈনিক আশার আলোর আসাদুজ্জামান আশা, সহঃ আন্তজার্তিক বিষয়ক সম্পাদককলকাতা টেলিভিশনের মোস্তাফিজুর রহমান রুবেল। সমাজ কল্যান বিষয়ক সম্পাদক চিত্র সাংবাদিক দৈনিক স্পন্দনের শাহাবুদ্দিন আহম্মেদ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক দৈনিক প্রভাত ফেরীর মেহেদি মোল্লা, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক দৈনিক গ্রামের কন্ঠের মোঃ আব্দুল্লাহ। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দৈনিক নওয়াপাড়ার জয়নাল আবেদিন, সহঃ দৈনিক সমাজের কথার আতাউর রহমান, বাংলাদেশ বুলেটিনের রবিউল ইসলাম। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক শেষ সংবাদের মিলন কবির, সহঃ দৈনিক স্বাধীন ভোরের জাকির হোসেন ও রায়হান ছিদ্দিকী।

সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাংলা নিউজ টুয়েন্টিফোরের জিসান আহম্মেদ রাব্বি, সহঃ দৈনিক সমাজের চোখের মারুফ ইসলাম, সহঃ তরঙ্গ নিউজ ডট কমের নাজিম উদ্দীন জনি। তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক দৈনিক ক্রাইম তালাশের শরিফুল ইসলাম, সহঃ আলোকিত সকালের শেখ মাসুদুর রহমান, দৈনিক বিশ্ব মানচিত্রের নূরে হাবিব। কার্যনির্বাহী সদস্য দৈনিক কালের বিবর্তনের সাহিদুল ইসলাম শাহীন, জাতীয় অর্থনীতি পত্রিকার মো. সাইদুল ইসলাম, বাংলা টিভির আরিফুল ইসলাম সেন্টু, দৈনিক প্রথম ভোরের সেলিম রেজা তাজ। সাধারন সদস্য সোহাগ হোসেন, সংগ্রাম হোসেন বাবু, শাওন আহম্মেদ, ফজলুর রহমান, মিরাজ এস ভি, কুরবান গাজী, মোস্তাফিজুর রহমান মারুফ, ইকবাল আমিন, টিটু মিলন, প্রিন্স শাওন, সৈয়দ আতিকুজ্জামান রিমু, জমির হোসেন, রাকিব উদ্দীন, সম্রাট হুসাইন, ইবাদুল্লাহ ইবাদত, আবু সাইদ শান্ত, মুক্তার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সবুজ বিপ্লব, রানা আহমেদ, নোমান খসরু সংগ্রাম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *