সাত লাখ ৩৬ হাজার মানুষ করোনার টিকা নিয়েছেন

সাত

সাত

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ড গ্রহণ করেছেন এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে জাতীয়ভাবে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। সেই থেকে দেশে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন সাত লাখ ৩৬ হাজার ৬৮০ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের মধ্যে আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৫৪ হাজার ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন আট হাজার ৯০ জন, চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ৪৭ হাজার ৭১৮ জন, রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ২২ হাজার ৭৪ জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন ১৭ হাজার ৫৪২ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন ২১ হাজার ২৭৮ জন, বরিশাল বিভাগে টিকা নিয়েছেন সাত হাজার ৫১৩ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১৬ হাজার ৮৭ জন।

করোনা টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ রয়েছেন এক লাখ ২৭ হাজার ৪৩ জন এবং নারী ৬৭ হাজার ৩২৮ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীতে টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৬৫৩ জন এবং নারী আট হাজার ৯১১ জন। সারাদেশে এখন পর্যন্ত টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ পাঁচ লাখ ১৩ হাজার ৬২১ জন এবং নারী দুই লাখ ২৩ হাজার ৫৯ জন।

দেশে করোনার টিকাদান কার্যক্রমের প্রথমদিনে (৭ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন, দ্বিতীয় দিন (৮ ফেব্রুয়ারি) টিকা নেন, ৪৬ হাজার ৫০৯ জন, তৃতীয়দিন (৯ ফেব্রুয়ারি) টিকা নেন এক লাখ এক হাজার ৮২ জন, চতুর্থ দিন (১০ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন, পঞ্চম দিন (১১ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন পাঁচ লাখ ৪২ হাজার ৩০৯ জন। তবে ১২ ফেব্রুয়ারি, শুক্রবার হওয়ায় টিকাদান কার্যক্রম বন্ধ ছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *