সুনামগঞ্জে বই উৎসব ২০২৪

বছরের ১ম দিন শহরের সকল বিদ্যালয়ে বিনা মূল্যে বই বিতরন করা হয়। সোমবার সকাল ১০টা হতে বই বিতরণ শুরু হয়। শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বিভিন্ন বিদ্যালয়ে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন। সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বই বিতরণ শুরু হয়। পুরা শহরে বিভিন্ন বিদ্যালয় বই বিতরণ দেখা যায়। শহরের প্রচীন বিদ্যালয় আদর্শ শিশু শিক্ষা নিকেতন পৌর মেয়র নাদের বখত বই বিতরণ করেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার কারনেই সারা বছর একযোগে বই বিতরণ সম্ভব হয়েছে। শেখ হাসিনাই শিক্ষা ব্যাবস্থাকে উন্নতি করেছেন। তিনি বলেন, সারা সুনামগঞ্জের পৌরসভার আয়োজনে ৫০০০পিস কলম বিতরণ করা হয়।

বিয়াম ল্যাবটরী বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও সভাপতি বিয়াম ল্যাবরেটরি স্কুল সুনামগঞ্জ জনাব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা (ভূমি) সহকারী কমিশনার মোঃ এমদাদুল হক শরীফ, জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জের সহকারী কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান ইমন। শহরের সকল বিদ্যালয়ে সরকারি বই ১তারিখের আগেই বই দেয়া হয় যা আজকে বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *