নাটোরের বাগাতিপাড়ায় ভয়ভীতি দেখিয়ে এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। সেই ধর্ষনের ভিডিও ধারণ করে নিয়মিত ধর্ষনে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধু।
শনিবার বাগাতিপাড়া মডেল থানায় ঐ গৃহবধু নিজে বাদী হয়ে ধর্ষন মামলা দায়ের করেন।
মামলার বাদী ও থানা সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের মৃত সোহরাব খাঁ’র ছেলে একাধিক মামলার আসামী সুদি সিরাজ তার প্রতিবেশী এক দুস্থ গৃবধুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে সেই ধর্ষনের ভিডিও ধারণ করে। তারপর সেই ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষন করে ও তার আরেক প্রতিবেশী মৃত হারেজ প্রামানিকের ছেলে সাহাদত হোসেন সাধুকে সঙ্গে নিয়ে নিয়মিত ধর্ষন করতে থাকে। এরপর ভুক্তভুগী নারীকে স্থানীয় এক বিএনপি নেতা বিচারের আশ্বাস দিয়ে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ভুক্তভুগী নারী নিরুপায় হয়ে আইনের আশ্রয় গ্রহণ করেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাজমুল হক জানান, ভুক্তভুগী অসহায় নারীটি মামলা দায়ের করেছে। আসামীদের আটক করার সর্বাত্মক চেষ্টা চলছে।