অনলাইন বাইবেল ক্লাসে চালু হয় পর্ণ, জুমের বিরুদ্ধে মামলা

করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব যখন বন্দী এমন সময়ে অনলাইনে বাইবেল ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রানসিস্কোর সেন্ট পওলাস লুথেরান চার্চ কতৃপক্ষ। সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জুমের মাধ্যমে অনলাইনে ক্লাস নেওয়ার সময় পর্ন চালু হবার মত  এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ নিয়ে ভিডিও চ্যাট কোম্পানি জুমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চার্চ কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মে জুমের মাধ্যমে ওই চার্চে বাইবেল ক্লাসের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন দেশটির প্রবীণ বাসিন্দারা। কিন্তু ক্লাস শুরু করলে তা হ্যাকারের কবলে পড়ে। এসময় বাইবেল ক্লাসের বদলে পর্ন চালু করে দেয় হ্যাকার।

চার্চের করা মামলার অভিযোগে বলা হয়েছে, ৪২ মিনিট ধরে তাদের অনলাইন ক্লাসের কম্পিউটার স্ক্রিন ‘হাইজ্যাকড’ করা হয় এবং কন্ট্রোল বোতাম নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এসময় দেখানো হয় পর্ন।

ওই চার্চের এক আইনজীবী মার্ক মলুমফি সিএনএন’কে বলেন, বিষয়টি জুম কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিতে অস্বীকৃতি জানানো পরেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

তবে জুমের এক মুখপাত্র ওই ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে বিবিসিকে জানান। গার্ডিয়ান, এনডিটিভি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *