আর্মেনিয়াকে তুরস্কের হুঁশিয়ারি

সোমবার তুর্কি প্রতিরক্ষা প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিবেশী আজারবাইজানের বেসামরিক নাগরিকদের ওপর হামলার মূল্য দিতে হবে আর্মেনিয়াকে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। প্রায় ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে গত কয়েক দিনের সংঘাতে। দুই পক্ষ রুশ প্রস্তাবে সাড়া দিয়ে মস্কোতে অস্ত্রবিরতির আলোচনায় সম্মত হয়। তবে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই উভয় দেশ একে অপরের বিরুদ্ধে তা ভঙ্গের অভিযোগ তুলেছে।

সোমবার তুরস্কের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির নতুন শিক্ষাবর্ষ উদ্বোধনের সময় তুর্কি প্রতরিক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, এটা দুঃখজনক যে গ্যাঞ্জা ও অন্যান্য আবাসিক এলাকায় হামলা চালিয়েছে আর্মেনিয়া। এটি যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন, তাদের এই অব্যাহত হামলার জন্য একদিন ইতিহাস ও আন্তর্জাতিক আইনের মুখোমুখি হতে হবে।

অপরদিকে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নাগারনো-কারাবাখ নিয়ে শান্তি আলোচনার উদ্যোগে তুরস্ককে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, সংঘাতে মধ্যস্থতার জন্য রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত মিনস্ক গোষ্ঠী নিরপেক্ষ নয়। সিরিয়া, লিবিয়া ও আন্তর্জাতিক সংঘাতে জড়িত বৈশ্বিক শক্তি তুরস্ককে অন্তর্ভুক্ত করতে হবে এই সমাধান প্রক্রিয়ায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *