ইসলামাবাদে হিন্দু মন্দির নির্মাণে অনুমোদন

আলেমদের নিয়ে গঠিত পাকিস্তান সরকারের ইসলাম বিষয়ক সর্বোচ্চ সংস্থা ‘কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি’ ইসলামাবাদে নতুন একটি হিন্দু মন্দির নির্মাণের অনুমোদন দিয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সংস্থাটি জানায়, ইসলামাবাদে নতুন মন্দির স্থাপনে তাদের কোনও আপত্তি নেই। ইসলামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।

কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি ধর্মীয় ইস্যুতে পাকিস্তান সরকারকে নানা পরামর্শ দিয়ে থাকে। তাদের দিক থেকে মন্দির নির্মাণে কোনও আপত্তি না আসাকে পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় ইতিবাচক হিসেবে দেখছে।

পাকিস্তান পার্লামেন্টের হিন্দু ধর্মাবলম্বী একজন এমপি লাল মালহি কাউন্সিলের এমন মনোভাবকে স্বাগত জানিয়েছেন। এছাড়াও তিনি কাউন্সিল সরকারকে সুপারিশ করেন, ব্যক্তিগত উপাসনালয় নির্মাণে সরাসরি সরকারি তহবিল ব্যয় না করার।

নতুন এ মন্দিরটি নির্মাণের কাজ আরও আগেই শুরু হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এতে ছয় লাখ ডলারের (৯ কোটি ৬১ লাখ পাকিস্তানি রুপী) তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্মাণকাজের এক পর্যায়ে এ নিয়ে ধর্মীয় উত্তেজনার জেরে নির্মাণকাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বুধবার দেশটির সর্বোচ্চ ইসলামিক কাউন্সিল মন্দিরটি নির্মাণের পক্ষে রায় দেয়।

ইসলামাবাদে ১০ লক্ষাধিক মানুষের বসবাস। এর মধ্যে হিন্দু ধর্মাবলম্বী প্রায় তিন হাজার। তবে তাদের জন্য সেখানে উল্লেখযোগ্য কোনও মন্দির নেই। আলেমদের ইতিবাচক মতামত পাওয়ায় সরকার এখন আনুষ্ঠানিকভাবে মন্দির নির্মাণের অনুমতি দেবে বলে আশা করছেন দেশটির সংখ্যালঘুরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *