ঝিনাইদহে শ্রমিক ইউনিয়নের নামে চলছে চাঁদাবাজি

ঝিনাইদহে ঝিনাইদহ-যশোর মহাসড়কে অবৈধভাবে বেঞ্চ বসিয়ে দক্ষিনাঞ্চলে চলাচলকারী ট্রাক, আলমসাধু, কাভার্ডভ্যান, পিকআপ থেকে চাঁদা তোলা হচ্ছে। ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিনের এই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে দক্ষিনাঞ্চলে সঙ্গে চলাচলকারী এই সকল চালক ও তত্ত্বাবধায়কেরা। একাধিক শ্রমিকদের অভিযোগ, প্রতিদিন ঝিনাইদহের ওপর দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রায় এক থেকে দুই হাজার ট্রাকসহ অনান্য গাড়ি চলাচল করে। আগে থেকেই ঝিনাইদহের ওপর দিয়ে অন্য জেলায় চলাচলের সময় প্রতিটি গাড়ি থেকে ৩০থেকে ১০০টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সংগঠন পরিচালনার ব্যয় বাবদ মহাসড়কে একটি বেঞ্চ(চেকপোস্ট) বসিয়ে ১৪জানুয়ারী ২০২৪ইংরাজী থেকে এই আদায় করা হচ্ছে। রবিবার বিকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের চুটলিয়া মোড় নামক স্থানে গিয়ে দেখা গেছে, গায়ে হলুদ জামা এবং হলুদ পতাকা হাতে কয়েকজন গাড়ি থামাচ্ছেন সেখানে চেয়ার-টেবিল নিয়ে চাঁদার বই হাতে বসে আছেন কয়েকজন শ্রমিক নেতা এবং গাড়ির ধরণ অনুযায়ী নেওয়া হচ্ছে টাকা। চাঁদা না দিলে দূরপাল্লারসহ সব গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হচ্ছে। এতে মহাসড়কে বাড়ছে দীর্ঘ্য যানজট।

এবিষয়ে ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিনের সাধারণ সম্পাদক ওলিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি মোবাইলে জানান, ফেডারেশনের সভাপতি শাজাহান স্বাক্ষরিত চিঠি আছে, আমরা সকল মালবাহী গাড়ি থেকে ৩০টাকা নিতে পারবো। কিন্তু আলমসাধু বা ছোট কোন গাড়ি থেকে কোন টাকা নিতে পারবো না। যদি কেউ নিয়ে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *