ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঝিনাইদহ পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাস্টার প্যারেডের সালামি গ্রহন করেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো: আজিম-উল-আহসান। মাস্টার প্যারেড শেষে ঝিনাইদহ পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো: আজিম-উল-আহসান। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ঝিনাইদহ সার্কেল মীর আবিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোঃ মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল অমিত কুমার বর্মন, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) মিঠুন কুমার কুণ্ডু, আরআই পুলিশ লাইন্স, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, অফিসার ও ফোর্সবৃন্দ।

কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার অফিসার ও ফোর্সের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহন করেন। পাশাপাশি গঠনমূলক আলোচনা করেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল অফিসারদের নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি জেলা পুলিশে কর্মরত সকল অফিসার-ফোর্সের সর্বোচ্চ কল্যাণ ও সরকারি সুযোগ-সুবিধার নিশ্চয়তা এবং সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

সেসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলা পুলিশ সুপার ২১জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন।

 

মর্নিংনিউজ/বিআইএস

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *