টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

প্রতিকী ছবি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে। নিহত আবুল কাশেম (৩২) একজন চিহ্নিত মাদক কারবারি বলে দাবী করেছেন পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দিবসের প্রথম প্রহরের দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন মহেশখালী পাড়া মৎস্যঘাটে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা ও একটি দেশিয় তৈরি এলজি, ৬ রাউন্ড কার্টুজ ও ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। নিহত কাশেম মহেশখালী পাড়া এলাকার ফজল আহমদের ছেলে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা টেকনাফ থানার এসআই মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহেশখালী পাড়া মৎস্যঘাট এলাকা দিয়ে নৌকাযোগে ইয়াবার চালান খালাসের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কক্সবাজারে দশ হাজার পিস ইয়াবাসহ আটক দুই

ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই কামরুজ্জামান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *