পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের করোনা জয়

করোনা জয়ী পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

প্রাণঘাতি করোনাভাইরাসের সাথে ১৯ দিন লড়াই করে জয়ী হয়েছেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযো মাধ্যমে মন্ত্রীর ছেলে রবিন বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ছেলে রবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘আপনাদের সবাই দোয়া ,আশীর্বাদে বাবার করোনা রিপোর্ট আজকে নেগেটিভ এসেছে।
আমাদের বীর পরিবার সকল মানুষের কাছে কৃতজ্ঞ। কারন এই অসময়ে অনুধাবন করেছি আপনাদের ভালোবাসা। বান্দরবান এবং বান্দরবানের বাইরের লক্ষ লক্ষ মানুষ মসজিদ /মন্দির/ বিহার/ প্যাগোডায় যেভাবে প্রার্থনা করেছেন এবং সবসময় খবরাখবর নিয়ে সাহস যুগিয়েছেন তা সত্যিই ভাষায় প্রকাশ করার নয়। সবশেষে বলবো আপনাদের ভালোবাসার কাছে আমরা ঋনী। ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।’

গত ৬ জুন করোনাভাইরাসে আক্রান্ত হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিংকে পরেরদিন উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছিল।

শারিরীকভাবে সুস্থ থাকার পরেও ঢাকায় নিয়ে যাওয়ার বিষয়ে রবিন বাহাদুর বলেন, ‘বাবা (বীর বাহাদুর) ঢাকাস্থ সামরিক হাসপাতালে ভর্তি করানো হলেও তিনি বান্দরবানে থাকতেও বেশ সুস্থ ছিলেন। তারপরও পরিবার মানে আমাদের মনভয়কে জয় করার জন্য এককথায় জোর করেই উনাকে ঢাকা নিয়ে আসা হয়েছিল চিকিৎসার জন্য।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *