বাংলা ইশারা ভাষার প্রসার করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি

বাংলা ইশারা ভাষার প্রসার করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই প্রতিপাদ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয় এবং সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে পালিত হলো ‘বাংলা ইশারা ভাষা দিবস’। এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা তানজিল হক,  জাহাঙ্গীর আলম, ও জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। বাংলাদেশ ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফের তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় ৭কোটি শ্রবণ ও বাক প্রতিবন্ধী লোক রয়েছে। সর্বশেষ তথ্য মতে বাংলাদেশে ১লক্ষ ৯৪হাজার ৭শত ৪৫জন বাক ও ১৪হাজার ২শত ৬০জন শ্রবণ প্রতিবন্ধী রয়েছে। সুনামগঞ্জে ৩হাজার ৬শত ৩৭জন বাক ও ২হাজার ১শত ৫৭জন শ্রবণ প্রতিবন্ধী রয়েছেন। দেশের ৮টি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের মধ্যে সিলেটের শেখঘাটে ০১টি বিদ্যালয় রয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর ২(৭) ধারা মোতাবেক ভাষা যোগাযোগের ক্ষেত্রে প্রমিত বাংলা ইশারা ভাষা প্রণয়ন ও উন্নয়নে প্রাতিষ্ঠানিক কার্যক্রম গ্রহণ, হাসপাতাল, আদালত, থানা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র ইশারা ভাষার ব্যবহার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোড় দাবী জানাই। প্রতিবন্ধের মধ্যে হুইল চেয়ার প্রধান করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *