বেনাপোলে ভারত থেকে রেল পার্সেল ভ্যানের মাধ্যমে পণ্য আমদানি শুরু 

ছবি: সংগৃহিত

রেলপথ দিয়ে এই প্রথম দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ভারত থেকে পার্সেল ভ্যানের মাধ্যমে পণ্য আমদানি শুরু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ৩৩৬ মেট্রিক টনের শুকনা মরিচের দুটি চালান নিয়ে পার্সেল ভ্যানটি ভারতের বাণিজ্যিক শহর কলকাতা থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে রেলবিভাগ ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে রাতে পণ্যেরে চালানটি নওয়াপাড়া খালাসের উদ্দেশ্যে ছেড়ে যায়।

পণ্যের আমদানিকারক ঢাকার হাফিজ করপোরেশন ও রেপসাল ট্রেডিং। দুটি চালানে প্রায় ৩৩৬ মেট্রিক টন শুকনা মরিচ আমদানি হয়। আমদানি পণ্যের খালাসকৃত সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোলের মোশারফ ট্রেডার্স ও আলম এন্টারপ্রাইজ।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি, বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, এই প্রথম রেলপথে পার্সেল ভ্যানের মাধ্যমে পণ্য আমদানি হলো। এতে ব্যবসায়ীদের এ পথে বাণিজ্যে আগ্রহ বাড়বে। ফলে তারা যেমন লাভবান হবেন তেমনি রেল বিভাগেরও রাজস্ব আয় বাড়বে।

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা নাঈম মীরন জানান, ভারত থেকে ওয়াগানে আসা দুটি চালান বেনাপোল কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ছাড়ের প্রস্তুতি চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *