ভারত সরকারের সবুজ সংকেত পেলো আইপিএল

ফাইল ছবি

সরকারের অনুমতি পাওয়ার অপেক্ষায় ছিলো আইপিএল কর্তৃপক্ষ। এ ব্যাপারে একরকম নিশ্চিত ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। মিলেছে দেশটির সরকারের সবুজ সংকেত। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের ত্রয়োদশ আসর।

ভারতে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির জন্য টুর্নামেন্ট আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। আগামী ১০ নভম্বের হবে ফাইনাল।

আইপিএল গভর্নিং কাউন্সিলের রোববারের সভায় ঠিক করা হয়েছে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৪ ক্রিকেটার দলের সঙ্গে রাখতে পারবে। সঙ্গে রাখা হয়েছে অগণিত কভিড-১৯ বদলির ব্যবস্থা।

আরব আমিরাতের তিন মূল ভেন্যু দুবাই, আবু ধাবি ও শারজাহতে হবে টুর্নামেন্টের ৬০টি ম্যাচ। সরকার থেকে ধারণ ক্ষমতার ৩০-৫০ শতাংশ দর্শক স্টেডিয়ামে রাখার অনুমতি নেওয়ার কথাও ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড।

এর আগে ভারতের জাতীয় নির্বাচনের কারণে ২০১৪ আইপিএলের প্রথম ২০ ম্যাচ হয়েছিল আরব আমিরাতে। একই কারণে ২০০৯ আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *