মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় ভেঙ্গে চুরমার নৌ-পুলিশের স্পিডবোট

মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় স্পিডবোটে টহলরত নৌ-পুলিশের ছয় সদস্য আহত হয়েছে। শুক্রবার( ২৭ নভেম্বর) রাতে মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে মেঘনা নদীর মাঝে এই দূর্ঘটনা ঘটে।

গজারিয়া নৌ থানা পুলিশের টহলরত স্পীডবোটকে এমভি রাসেল-২ নামক যাএীবাহী লঞ্চটি চাঁদপুর হতে নারায়ণগঞ্জ মুখী দৌলতপুর থ্রী এংঙ্গেল কোম্পানির সংলগ্ন মেঘনা নদীর মাঝ অতিক্রম করার সময় সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে স্পীডবোটে থাকা ৬ নৌ-পুলিশ সদস্য: গজারিয়া নৌ থানা পুলিশের এসআই মো.মজিবর রহমান, এসআই মো.আ: ছালাম, এ এস আই মো. হাসান আলী, কনস্টেবল অমৃত লাল, মিজানুর রহমান, স্পিড বোটের চালক মো. শাহিন গুরুতর আহত হয়।

আশংকাজনক অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে এস আই  মজিবর রহমানকে এবং ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি আহত পুলিশ সদস্যদের ভর্তি করা হয়েছে বলে জানা যায়। এদিকে, গজারিয়া নৌ থানা পুলিশের হেফাজতে রয়েছে এমভি রাসেল-২ লঞ্চটি এবং লঞ্চের চালক ও হেলপার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *